নিজস্ব সংবাদদাতা: ক্ষোভে ফুঁসছে দেশবাসী। পহেলগাঁও হামলায় মানুষের একটাই দাবি বদলা চায়। আর এবার তারই জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেন, “পহেলগাঁও কাপুরুষোচিত ঘটনায় আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি। আমরা গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের পুনরাবৃত্তি করতে চাই। সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে। আমরা কেবল এই ঘটনার অপরাধীদেরই নয়, পর্দার আড়ালে থাকা মূল মাথাদেরও টেনে সামনে আনব। অভিযুক্তরা শীঘ্রই একটি জোরালো এবং স্পষ্ট প্রতিক্রিয়া দেখতে পাবে, আমি দেশকে আশ্বস্ত করতে চাই”।
#WATCH | #PahalgamTerrorAttack | Delhi: Raksha Mantri Rajnath Singh says, "We lost many innocent lives in the cowardly act in Pahalgam. We are deeply distressed. I express my condolences to the families who lost their loved ones... I want to repeat India's resolve against… pic.twitter.com/OhuX8rkghy