নিজস্ব সংবাদদাতা: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে দিল্লি ছাড়ার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "জম্মু ও কাশ্মীরের আখনুরের জন্য নয়া দিল্লি ছাড়ছি। সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈন্যদের সাথে 'ভেটেরান্স ডে' উদযাপনের জন্য উন্মুখ।"
Defence Minister Rajnath Singh says, "Leaving New Delhi for Akhnoor in Jammu and Kashmir. Looking forward to celebrate ‘Veterans Day’ with the Ex-servicemen of the Armed Forces." pic.twitter.com/P8uX6cOUJm