নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার রাজস্থান সফরে গিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আজ রাজস্থানের জয়সলমীরে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী চালকের আসনে বসে আছেন তো বটে কিন্তু গাড়ির, ক্লাচটি অন্য কেউ চাপছেন এবং অ্যাকসেলারেটরটি অন্য কেউ চাপছে।"
এদিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, "মানুষ আমাকে একাধিক ঘটনার তালিকা দিয়েছে। গত ৫৬ মাসে ১০ লক্ষেরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে, রাজস্থানে কংগ্রেসের শাসনামলে ৬০ হাজারেরও বেশি নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে। নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের ৩২ হাজার মামলা... উন্নয়নের প্রথম শর্ত হলো সুস্থ আইন-শৃঙ্খলা। একটি রিপোর্ট অনুযায়ী রাজস্থান এক নম্বর অবস্থানে পৌঁছেছে।
আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্যে বিজেপির তরফে এক পরিবর্তন যাত্রার সূচনা করেছে। বিজেপির এই পরিবর্তন যাত্রা ১৮ দিনে ২,৫৭৪ কিলোমিটার পথ অতিক্রম করে নাগৌর, আজমীর এবং যোধপুর বিভাগের ৫১টি আসন অতিক্রম করবে।
স্বাধীনতার পর তিন দশক ধরে রাজস্থানের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিল কংগ্রেস। কংগ্রেসের মুখ্যমন্ত্রী মোহনলাল সুখাদিয়া ১৭ বছর (১৯৫৪ থেকে ১৯৭১) সফলভাবে রাজ্যে সরকার পরিচালনা করেছিলেন। পরে ১৯৭৭ সালে তৎকালীন জনসংঘের ভৈরন সিং শেখাওয়াত রাজ্যের প্রথম অ-কংগ্রেসী মুখ্যমন্ত্রী হন। ১৯৮৯ সালে বিজেপি যখন কোনও রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় আসে, তখন তা ছিল রাজস্থান, যখন ভৈরন সিং শেখাওয়াত আবার মুখ্যমন্ত্রী হন এবং পরবর্তী ৮ বছর তিনি রাজ্যের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেন। গত দুই দশক ধরে রাজস্থানে প্রতিটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতা অশোক গেহলট এবং বিজেপি নেতা বসুন্ধরা রাজের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অশোক গেহলট তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, বসুন্ধরা রাজে দু'বার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো রাজ্যের নেতৃত্ব পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। এছাড়াও, এবার তরুণ কংগ্রেস নেতা শচীন পাইলটও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন।
#WATCH | Jaisalmer, Rajasthan: Defence Minister Rajnath Singh says, "The situation is such that the Chief Minister (of Rajasthan) is in the driver's seat, the clutch is pressed by someone else and the accelerator is being pressed by someone else..." pic.twitter.com/jFCXdwmKeh
— ANI (@ANI) September 4, 2023