নিজস্ব সংবাদদাতা:আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন (লালন) সিং মুখ খুললেন।
তিনি বলেছেন, "আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আমরা বিজেপি এবং এনডিএ-র সঙ্গে আছি। অরবিন্দ কেজরিওয়াল হলেন লালু যাদবের অন্য রূপ। তিনি দুর্নীতিতে নিমজ্জিত... দিল্লির মানুষ এখন তাকে বুঝতে পেরেছে, পূর্বাচলের মানুষের প্রতি তার স্নেহ হঠাৎ করেই বেড়ে চলেছে,. কিন্তু নির্বাচনের পরে, তিনি বলেছেন যে বিহার এবং ইউপির লোকেরা ৫০০ টাকায় দিল্লিতে আসে ৫ লাখ টাকার চিকিৎসা নিতে। দিল্লি কি তার সম্পত্তি? দিল্লি দেশের রাজধানী এবং প্রত্যেকেরই এটির অধিকার রয়েছে। এবার দিল্লির মানুষ তাকে জবাব দেবে"।