নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক মহলে উত্তেজনা এখন তুঙ্গে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিশেষ মন্তব্য করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
মধ্যপ্রদেশের রাজগড়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, “নির্বাচন কমিশনের কাছে আমার অভিযোগ এটাই যে, তারা কোনো বিষয়ে আমাদের জবাব দেয় না, দেখা করার সময়ও দেয় না। এটা আমি সংসদে এবং সংসদের বাইরে বলেছি। আমার তিনটি মৌলিক প্রশ্ন আছে। ইভিএম কি স্বতন্ত্র মেশিন? ভিভিপ্যাটের কি ইন্টারনেটের সাথে কোনও সংযোগ রয়েছে? তৃতীয়ত, আমি জানতে চাই, ভিভিপ্যাটে আপনি কোন সফটওয়্যার ইনস্টল করেছেন? কেন তারা এসব প্রশ্নের জবাব দিচ্ছেন না? ২০২৩ সালের এপ্রিল থেকে একটি জাতীয় দল সময় চাইছে, কিন্তু তারা আমাদের সময় দিচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে আমার অভিযোগ যে, তারা তাদের কাজে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।”