ভুল পথে যাচ্ছেন ভাই, প্রিয়াঙ্কা গান্ধীর ফিরিয়ে আনা উচিত! বিস্ফোরক মন্ত্রী

রাজস্থানের মন্ত্রী তীব্র ভাষায় রাহুল গান্ধীর সমালোচনা করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
rajasthan minister

নিজস্ব সংবাদদাতা:  রাজস্থানের মন্ত্রী মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বলেন, "গণতন্ত্রে প্রত্যেককে স্বাগত জানাই।  রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে স্বাগত। তবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন যে তার ভাইয়ের ভাবমূর্তি প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা তাঁকে বলতে চাই যে রাহুল গান্ধী যখন বিদেশে যান, তখন তাঁর ভারতের ভাবমূর্তি নিয়ে ভাবা উচিৎ। তাণর মা-বাবা ভাবতেন। কিন্তু ছেলে কেন অন্য পথে যাচ্ছে? তাঁকে তাঁর বোনের পথে ফিরিয়ে আনা উচিত।” 

 

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। চলতি বছরের লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু পাশাপাশি তিনি রায় বরেলি কেন্দ্র থেকেও জয়ী হন। তিনি ওয়ানাডের সাংসদের পদ ছেড়ে দেন। সেখানে উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।