নিজস্ব সংবাদদাতাঃ ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক তরজা তুঙ্গে উঠছে রাজস্থানে (Rajasthan)। এবার আজ মঙ্গলবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজস্থান সরকারের মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়াবাস। তিনি বলেছেন, "টিকিট ঘোষণার পর বিজেপি যে গর্ব করেছিল তা ভেঙে গেছে। বিজেপি কাজের ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। বিজেপির যদি শক্তি থাকে তবে তাদের পূর্ববর্তী সরকারকে পরাজিত করা উচিত। কংগ্রেসের কাজের ভিত্তিতে আমাদের নির্বাচনী ময়দানে নামতে হবে। আমরা যদি কংগ্রেসের কাজের তুলনা করি, তারা এই রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণে ভূমিকা রেখেছে, বিজেপি কখনই এই ধরনের মডেল বাস্তবায়ন করতে পারেনি। রাজস্থানে দাঙ্গা হোক, হিন্দু-মুসলিমের নামে দাঙ্গা হোক এবং ভোট নেওয়া হোক, এগুলিরই চেষ্টা করে গিয়েছে বিজেপি।“