নিজস্ব সংবাদদাতা: রাজস্থান নির্বাচনের পর খানিকটা চাপে দেখা গিয়েছিল তাঁকে। তবে আজ ধরা দিলেন একেবারে চেনা মুডে। নির্বাচনের ফলাফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখা গেল অশোক গেহলটকে। তবে কি ফলাফল জেনে গেলেন তিনি?
এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, “এক্সিট পোল যাই বলুক না কেন, রাজস্থানে কংগ্রেস পুনরায় সরকার গঠন করবে। ৫টি রাজ্যের কোনোটিতেই বিজেপি জিতছে না। জনগণ রাজস্থানে আমাদের সরকারকেই চেয়েছে। এর জন্য ৩টি কারণ রয়েছে। প্রথমটি হল - সরকারের বিরুদ্ধে ক্ষমতাবিরোধী কোনো প্রভাব নেই, এমনকি বিশেষজ্ঞরাও তাই বলছেন। দ্বিতীয়জন হলেন মুখ্যমন্ত্রী নিজেই। বিজেপির ভোটাররাও বলবে যে, মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজ করতে কোনো ফাঁক রাখেননি। এই ৫ বছরে বিশাল উন্নয়ন হয়েছে রাজস্থানে। আর তৃতীয় কারণটি হল - প্রচারের সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির মন্ত্রীদের সাধারণ মানুষ মেনে নিতে পারেননি। আর এই রাজ্যের তেমন কেউ ছিলেন না যার জন্যে মানুষ বিজেপিকে ভোট দেবে। অতএব সব দিক থেকে কংগ্রেসের পক্ষেই রায় যাচ্ছে”।