৪০ লক্ষ মহিলাদের জন্য বড় ঘোষণা! সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

৪০ লক্ষ মহিলাকে এক বিশেষ সুবিধা দেবে রাজস্থানের সরকার। সেই রাজ্যে সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই জিততে মরিয়া শাসকদল। বিরোধীদের সঙ্গে লড়াইয়ে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয় শাসকদল।

author-image
Anusmita Bhattacharya
New Update
phone

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে বিধানসভা নির্বাচন (Rajasthan Legislative Assembly election) আসন্ন। তার আগেই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot)। আগস্ট মাসে রাখি উত্‍সবের (Rakhi Festival) সময় ৪০ লক্ষ মহিলাকে স্মার্টফোন (Smartphone) দেবে রাজ্য সরকার (State Govt)। তিন বছরের বিনামূল্যের ইন্টারনেটও দেওয়া হবে তার সঙ্গে। রাজস্থান সরকারের হিসেব বলছে, ২০২৩ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত 'চিরঞ্জীবী' প্রকল্পের (Chiranjeevi Swasthaya Beema Yojana ) অধীনে ১ কোটি ৩৭ লক্ষ ৮২ হাজার ৯৫১টি পরিবারকে নথিবদ্ধ করা হয়েছে যাদের জন্য বছরে সর্বাধিক ২৫ লক্ষ টাকার চিকিত্‍সার ব্যয়ভার বহন করবে সরকার। মহিলাদেরই পরিবারের প্রধান ধরা হয়েছে। সেই ১.৩৫ কোটিরও বেশি মহিলা পাবেন এই স্মার্টফোন। এত অল্প সময়ে এত বেশি সংখ্যক ফোন তৈরি করা সম্ভব নয় বলে আপাতত ৪০ লক্ষ মহিলাই পাবেন এই সুবিধা।