নিজস্ব সংবাদদাতা: গুজরাতের পর ঘূর্ণিঝড় বিপর্যয়ের চোখ পড়েছে রাজস্থানের দিকে। বারমের, সিরোহি, জালোর এবং জয়সলমীরে প্রবল বৃষ্টি এবং ঝড় হচ্ছে। অনেক গাছ ও খুঁটি উপড়ে পড়েছে। জলমগ্ন অনেক জায়গা। তাই বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দফতর ৫টি জায়গায় লাল সতর্কবার্তা জারি করেছে এবং ১৩টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার গুজরাত ও রাজস্থানের বেশ কিছু জায়গায় স্কুল এবং কলেজগুলিতে ছুটি ঘোষণা করে দিল সরকার।