নিজস্ব সংবাদদাতা: কথায় বলা হয় মহারাষ্ট্রের অভিভাবক তিনি। তাই সেখানে শাসন চালাতে গেলে তাঁর হস্তক্ষেপ প্রয়োজন। লোকসভা নির্বাচনের আগে ফের একবার মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে গুঞ্জন। ফের একবার একনাথ শিন্ডে বনাম উদ্ধব ঠাকরে যেন মাথাচাড়া দিয়ে উঠছে। এমন সময় মোক্ষম চাল দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগাযোগ করেছেন মহারাষ্ট্রের অভিভাবক রাজ ঠাকরের সাথে। আর তারপরই বদলাচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি।
/anm-bengali/media/media_files/M6fmkjGlaqd8k6OiZ6Xy.jpg)
লোকসভা নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সাথে দেখা করলেন এমএনএস চিফ রাজ ঠাকরে। সঙ্গে ছিলেন তাঁর পুত্র অমিত ঠাকরে। শুধু যে সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল এটা, তা নয়। রাজনৈতিক সমীকরণ নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
/anm-bengali/media/media_files/xDLm18rRsvGsVn6q046x.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)