নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বেজ বলেছেন, “রাজনন্দগাঁওয়ে বিজেপি খারাপভাবে হারছে, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনন্দগাঁও সফর বাতিল করেছেন। ছত্তিশগড়ে হারতে চলেছে বিজেপি। বিজেপির কাছে আর কোনও কার্যকর ইস্যু নেই। এবার মানুষ কংগ্রেসকে সমর্থন করছে।”
/anm-bengali/media/media_files/05t0VOXxJRIaaJ2gTpg2.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)