তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। এহেন অবস্থায় আপনিও যদি চেন্নাই যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আরও ১০ বার ভেবে দেখুন।
নিজস্ব প্রতিনিধিঃ আপনিও কি চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে সেই পরিকল্পনা আপাতত বাতিল করাই ভালো। কারণ সেখানে কুকুর, বিড়াল তাড়ানোর মতো বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল হয়ে রয়েছে এবং তার বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। এদিকে চেন্নাইয়ের বিখ্যাত এম এ চিদাম্বরম স্টেডিয়াম বৃষ্টির জলে ভিজে গেছে। ট্র্যাফিক ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে এবং সেই সঙ্গে মানুষেরা বৃষ্টিতে ভেজার হাত থেকে রেহাই পেতে দ্রুত যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য পা চালাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দুপুর হতেই বৃষ্টি শুরু হয়েছে। অনেকেই অর্ধেক দিন কাজ করে বাড়ি ফিরে গেছেন। এদিকে স্কুল থেকে ঝাঁকে ঝাঁকে পড়ুয়ারা ফিরছেন।