নিজস্ব সংবাদদাতাঃ তীব্র তাপদাহের মধ্যে আজ বুধবার হঠাৎ করেই বদলে গেল দিল্লির আবহাওয়া (Weather)। এদিন ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall) নামল শহরে। সোনিপথ, চাণক্যপুরীতে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে আজ বলে জানা গিয়েছ। ইতিমধ্যে সেই বৃষ্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে। আগামী চার দিন উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি পাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে বজ্রপাত, বৃষ্টি এবং মাঝে মাঝে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।