নিজস্ব সংবাদদাতা : শুধু এ রাজ্যেই নয়, বৃষ্টি ঝড় তুলেছে গোটা দেশ জুড়ে। কলকাতা ও জেলাগুলিতে চলচে অবিরাম বর্ষণ। নাগপুরে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এবার দিল্লিতেও নামলো ঝমঝমিয়ে। তুমুল বৃষ্টিতে ফিরলো স্বস্তি। আকাশ মেঘলা থাকায় কম দৃশ্যমান্যতা। ফলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। দেখুন ভিডিও।