জি-২০ সম্মেলন : বৃষ্টি দিয়ে শুরু!

দিল্লির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুসারে, জাতীয় রাজধানীতে আজ এবং আগামীকাল দুপুরের দিকেও হালকা বৃষ্টি হতে পারে।

author-image
Pallabi Sanyal
New Update
11

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : ভারতের সভাপতিত্বে শনি ও রবিবার দু দিন ধরে রাজধানীতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন। ইতিমধ্যেই সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা এসে পৌঁছিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। মেগা ইভেন্টের আগে কয়েক পশলার বৃষ্টিতে দিল্লিতে বিরাজ করছে মনোরম আবহাওয়া। ফিরেছে স্বস্তি।বসন্ত কুঞ্জ, মুনিরকা এবং নরেলা এলাকা সহ দক্ষিণ-পশ্চিম দিল্লির কিছু অংশে আজ ভোরে হালকা বৃষ্টি হয়েছে। দুপুরের দিকেও হতে পারে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্মেলনের দ্বিতীয় দিনেও। বৃষ্টিমুখর দিনে জি-২০ সম্মেলনের আবহে রাস্তাঘাটের অবস্থা কেমন থাকে সেটাই এখন দেখার।