প্রচুর চাকরি দিচ্ছে ভারতীয় রেল! ৭৯৫১টি শূন্যপদে লোক নেওয়া হবে! কীভাবে করবেন আবেদন?

নোটিফিকেশন জারি করল রেল।

author-image
Anusmita Bhattacharya
New Update
railjob

নিজস্ব সংবাদদাতা: দেশের হাজার হাজার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কয়েক হাজার পদে ফের কর্মী নিয়োগ করবে রেল।জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কেমিক্যাল সুপারভাইজার (গবেষণা) সহ বিভিন্ন পদের জন্য আবেদন করুন প্রার্থীরা। ৩০ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে ২৯ আগস্ট অবধি।

৭৯৫১টি শূন্যপদে কর্মী নিয়োগ, শর্ট নোটিফিকেশন জারী করলো রেল

মোট ৭৯৫১টি পদে জন্য আবেদন করতে পারেন।  জুনিয়র ইঞ্জিনিয়ার , জুনিয়র ইঞ্জিনিয়ার , ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট-এর ৭৯৩৪টি পদে নিয়োগ হবে। এছাড়া কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মেটালার্জিকাল সুপারভাইজার/রিসার্চ, কেমিক্যাল সুপারভাইজার/রিসার্চ এই ১৭টি পদে লোক নিয়োগ করবে রেল। RRB ওয়েবসাইটে গিয়ে নিজের অঞ্চল বেছে নিজের নাম, ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে নিজেকে রেজিস্টার করে নিন। রেজিস্টার করা নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে আবেদনপত্র পূরণ করে পদ সিলেক্ট করুন। আবেদন ফি প্রদান করলেই আপনার আবেদন জমা দিতে পারবেন। 

Adddd