নিজস্ব সংবাদদাতা: বালাসোরে তিনটি ট্রেনের দুর্ঘটনায় ভয়াবহ কাণ্ড ঘটে যায় শুক্রবার। আজও চোখে জল নিয়ে আপনজনের দেহ স্তূপ বা হাসপাতালে খুঁজে চলেছেন কাছের মানুষেরা। এখনও একাধিক দেহ শনাক্তকরণ করা সম্ভব হয়নি। এবার মৃত ব্যাক্তিদের শনাক্তকরণের জন্য এবার নতুন করে আবেদন জানাল ভারতীয় রেল।
ওড়িশা সরকারের সহযোগিতায় এবার সমস্ত মৃত যাত্রীদের ছবি লিঙ্কসহ প্রকাশ করল ভারতীয় রেল। রেলওয়ে হেল্পলাইন নম্বর ১৩৯ চালু রয়েছে ক্ষতিগ্রস্থ যাত্রীদের পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের জন্য। বিএমসি হেল্পলাইন নম্বর ১৮০০ ৩৪৫ ০০৬১/ ১৯২৯ চালু রয়েছে। মৃত ব্যাক্তিদের ফটোর লিঙ্ক: https://srcodisha.nic.in/Photos%200f%20Deceased%20with%20Disclaimer.pdf
বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন আহত যাত্রীদের নামের তালিকার লিঙ্ক: https://www.bmc.gov.in/train-accident/download/Lists-of-Passengers-Undergoing-Treatment-in-Different-Hospitals_040620230830.pdf
কটকের এসসিবি তে চিকিত্সাধীন অশনাক্তকৃত ব্যাক্তিদের লিঙ্ক: https://www.bmc.gov.in/train-accident/download/Un-identified-person-under-treatment-at-SCB-Cuttack.pdf