নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে (Heavy Rainfall) রীতিমতো নাজেহাল পরিস্থিতি দিল্লির। হু হু করে বাড়ছে যমুনা নদীর জলস্তর। আর যাকে ঘিরে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘুম উড়ে গিয়েছে। এরই মাঝে পুরাতন যমুনা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল আজ সকাল ৬টা থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল। আজ উত্তর রেলওয়ের তরফে এমনই জানানো হয়েছে।