পাকিস্তানের রাডার সাইট উড়িয়ে দিল ভারত! কী বললেন কর্নেল কুরেশি
একের পর এক সাধারণ মানুষকে হত্যা পাকিস্তানের! এবার কার্যত গর্জে উঠল ভারতীয় সেনাবাহিনী
মুহুর্মুহু শোনা যাচ্ছে বিস্ফোরণ, ভয়ের শহর পুঞ্চের ভোরের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি
ড্রোনের হানা পাকিস্তানের, আকাশেই ধ্বংস করলো ভারত, ড্রোনের কঙ্কাল মিললো পাঞ্জাবে
পাকিস্তানের সাধারণ মানুষের প্রাণের মূল্য পাক সরকারের নেই! বিস্ফোরক অভিযোগ কর্নেল সোফিয়া কুরেশির
গণতন্ত্র বোঝার মতো ক্ষমতা পাকিস্তানের নেই! এবার তীব্র হুঙ্কার ভারতের
Big Breaking: পাকিস্তানের ৪টি এয়ারবেস ও ড্রোন লঞ্চপ্যাডকে ধ্বংসস্তূপে পরিণত করলো ভারতীয় সেনাবাহিনী
আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত

রেল রোকো আন্দোলন চলছে, স্তব্ধ রেল পরিষেবা

রেলপথে বসে থেকে কৃষকরা অব্যাহত রেখেছে তাঁদের প্রতিবাদ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
raj1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কিষাণ মজদুর সংগ্রাম কমিটির রেল রোকো অভিযান চলছে আজও। মেলেনি কোনও সমাধানের পথ। শোনেনি কেউ কোনও দাবি। ফলে ২৪ ঘন্টা পেরিয়ে আজও চলছে অভিযান।

রেলপথে বসে থেকে অব্যাহত রেখেছে তাঁদের প্রতিবাদ। কারণ তারা তাদের দাবিতে অনড় রয়েছে। তাঁদের দাবির মধ্যে রয়েছে MSP কমিটি, দিল্লিতে আন্দোলন সংক্রান্ত মামলা প্রত্যাহার এবং আন্দোলনের সময় প্রাণ হারানো কৃষকদের পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা করা। এখনও তাঁদের দাবি কেউই শোনেননি। ফলে আন্দোলনও অব্যাহত তাঁদের।

 

এদিকে, এই আন্দোলনের জেরে ব্যাহত রেল পরিষেবা। পাঞ্জাবের বহু ট্রেনই ইতিমধ্যে বাতিল করা হয়েছে। ফলে সমস্যা বেড়েছে যাত্রীদের।