ক্ষোভে ফেটে পড়লেন রেলমন্ত্রী, সংসদ কক্ষের মধ্যেই দিলেন কড়া জবাব

'আপনাদের মতো শুধু রিল বানায় না, আমরা কঠোর পরিশ্রম করি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ashwini.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় বক্তৃতা করার সময়, কেন্দ্রীয় রেলমন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব এদিন বলেন, “আমরা আপনাদের মতো শুধু রিল বানায় না, আমরা কঠোর পরিশ্রম করি পরিস্থিতি আরও উন্নত করার জন্যে। লোকো পাইলটদের গড় কাজ এবং বিশ্রামের সময়গুলি ২০০৫ সালে প্রণীত একটি নিয়ম দ্বারা নির্ধারিত হয়। ২০১৬ সালে, নিয়মগুলি সংশোধন করা হয়েছিল এবং লোকো পাইলটদের আরও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। ৫৫৮টি রানিং রুম সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। ৭০০০ এর বেশি লোকো ক্যাব শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। যারা আজ শুধু রিল তৈরি করে তারা শুধু সহানুভূতি দেখাতেই জানেন”।

 

Adddd