গ্লোবাল সামিটে রেলমন্ত্রী এ কি বললেন -

'বিভিন্ন সংস্থা প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে পারে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rail minister.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এর আজ দ্বিতীয় দিন। আজ সেমিনারে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মসূচী এবং ব্যবসায়িক খতিয়ানই তুলে ধরা হল সামিটে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গান্ধীনগরে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স বিষয়ক একটি সেমিনারে অংশ নেন৷

সেখানে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, “প্রধানমন্ত্রী মোদি মার্কিন যুক্তরাষ্ট্রে জুন মাসে মাইক্রনের উপর মৌ স্বাক্ষর করেন এবং কারখানার নির্মাণ কাজ শুরু হয় সেপ্টেম্বরে, মাত্র ৯০ দিনের মধ্যে। এটি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আপনার একটি বড় অবদান। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের সরকার মানুষের পাশে আছে। আমাদের বিভিন্ন সংস্থা প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে পারে। এতাই আমাদের লক্ষ্যমাত্রা”।

 

hiren