রেলমন্ত্রী হতেই প্রধানমন্ত্রীকে স্মরণ, দিলেন ধন্যবাদও

'লোকেরা প্রধানমন্ত্রী মোদিকে আবারও দেশের সেবা করার জন্য আশীর্বাদ করেছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi ashwini.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় রেলমন্ত্রী পদে এবারেও কোনও বদল হয়নি। রেলমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অশ্বিনী বৈষ্ণব। আজ অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।

 

এদিন দায়িত্বভার গ্রহণ করার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “লোকেরা প্রধানমন্ত্রী মোদিকে আবারও দেশের সেবা করার জন্য আশীর্বাদ করেছেন। রেলের একটি খুব বড় ভূমিকা থাকবে। গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলে অনেক সংস্কার করেছেন। তা বিদ্যুতায়ন হোক, রেল, নতুন ট্র্যাক নির্মাণ হোক, নতুন ধরনের ট্রেন, নতুন পরিষেবা, বা স্টেশনগুলির পুনরায় উন্নয়ন হোক, এইগুলি গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদির প্রধান সাফল্য। প্রধানমন্ত্রী রেলকে ফোকাসে রেখেছেন কারণ রেলই সাধারণ মানুষের মোড পরিবহন এবং আমাদের দেশের অর্থনীতির একটি খুব শক্তিশালী মেরুদণ্ড। তাই রেলের সাথে মোদিজির একটি আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি এর জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই”।

ashwini vaishanab.jpg

railway minister.jpg

Add 1