মেট্রো-বিমান-রেলে লাভ! বাজেটে কী ঘোষণা?

মেট্রো-বিমান-রেলে লাভ হবে মধ্যবিত্তের। বাজেটে কী ঘোষণা হল এবার?

author-image
Anusmita Bhattacharya
New Update
nirmalaaaaa.jpg

নিজস্ব সংবাদদাতা: আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট নিয়েও প্রত্যাশা অনেক ছিল। পূরণ হল কি?

বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ: দেশে উড়ান ক্ষেত্রেও ব্যাপক উন্নতি হয়েছে বলে জানা গেল। বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়ে ১৪৯-এ পৌছেছে। টিয়ার-২, টিয়ার-৩ শহরেও বিমানবন্দর তৈরি করা হয়েছে। ১ হাজার নতুন বিমান অর্ডার দেওয়া হয়েছে।

আরও উন্নত মেট্রো: মেট্রো যোগাযোগ ব্যবস্থাতেও বেশ কিছু উন্নতি হয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক বছরে আরও আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে।

রেলওয়ের জন্য ৩টি ইকোনমিক করিডর: ৩টি ইকোনমিক করিডর তৈরি হবে। সিমেন্ট, মিনারেল ও শক্তি করিডর তৈরি হবে। বন্দর করিডর বানানো হবে। হাই ট্রাফিক করিডরও হবে। এর ফলে রেলযাত্রা আরও সহজ হবে।

WhatsApp Image 2024-01-29 at 11.05.08 AM (2).jpeg

WhatsApp Image 2024-01-29 at 11.05.08 AM.jpeg

WhatsApp Image 2024-01-29 at 11.05.07 AM (1).jpeg