মোতায়েন থাকে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)

মোতায়েন থাকে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)

বিমানে যাতায়াত সবার পক্ষে সম্ভব নয়। দূরে কোথাও ঘুরতে গেলে অধিকাংশ মানুষেরই ভরসা রেল। দূরপাল্লার ট্রেনে প্রতিদিন লাখো যাত্রী যাতায়াত করেন। ট্রেনে যাত্রীদের নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। বর্তমানে ট্রেনের কামরায় মোতায়েন থাকে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)।

টোল ফ্রি নম্বরে ফোন করলেই রেলের তরফে সহায়তা করা হবে

টোল ফ্রি নম্বরে ফোন করলেই রেলের তরফে সহায়তা করা হবে

পাশাপাশি যাত্রীদের অভিযোগ পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্যও যাবতীয় প্রস্তুতি থাকে। অনেক সময়ই ট্রেনে যাতায়াতের সময় আমাদের নজরে আসে কয়েকটি নম্বর। এরমধ্যে একটি নম্বর হল ১৮২। যদি কোনও যাত্রীর ট্রেনে সফর করার সময় ব্যাগ বা অন্য় কোনও সামগ্রী চুরি হয় বা পকেটমারি হয়ে যায়, তবে তিনি সঙ্গে সঙ্গে এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই রেলের তরফে সহায়তা করা হবে।