নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে ওড়িশার বালেশ্বরে। তবে বর্তমানে প্রশ্ন উঠছে এই দুর্ঘটনার পর কবে থেকে আবার রেল পরিষেবা স্বাভাবিক হবে? এবার এই বিষয়ে নয়া তথ্য পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, বর্তমানে এক হাজারেরও বেশি কর্মী ঘটনাস্থলে নিয়োগ করা হয়েছে। তারা দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিকে লাইন থেকে সরানোর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত লাইনগুলি পুনরায় নির্মাণের ব্যবস্থা করছে। রেল মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব নতুন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।