ভারতে রেল দুর্ঘটনা চলছেই- ফের লাইনচ্যুত দ্রুতগামী এক্সপ্রেসের একাধিক বগি- ভয়াবহ- ভিডিও

ফের লাইনচ্যুত দ্রুতগামী এক্সপ্রেসের একাধিক বগি। 

author-image
Aniket
New Update
yt

নিজস্ব সংবাদদাতা: ভারতে রেল দুর্ঘটনা চলছেই। এবার ফের লাইনচ্যুত হল দ্রুতগামী এক্সপ্রেসের একাধিক বগি। মহারাষ্ট্রে নাগপুরের কালামনা স্টেশনের কাছে CSMT শালিমার এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই বিষয়ে বার্তা দিয়েছেন দিলীপ সিং, সিনিয়র ডিসিএম দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে। 

তিনি বলেছেন, "ট্রেন নম্বর ১৮০২৯ CSMT শালিমার এক্সপ্রেস ট্রেনের দুটি বগি এস-২ এবং পার্সেল ভ্যান নাগপুরের কাছে কালামনা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য রেল প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই। রেলওয়ে প্রশাসন একটি হেল্পলাইন চালু করেছে এবং যাত্রীদের মৌলিক সুবিধা প্রদান শুরু করেছে।" একের পর এক ট্রেন লাইনচ্যুত হওয়ায় এবং একাধিক রেল দুর্ঘটনার খবর সামনে আসায় মানুষের মনে রেল পরিসেবাকে নিয়ে ভয়াবহতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।