রেল দুর্ঘটনা: 'দায়ী কারা? প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী'

রেল দুর্ঘটনার বিষয়ে এবার প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে নিশানা করেছেন মল্লিকার্জুন খাড়গে। তবে বর্তমানে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার পক্ষে বার্তা দিয়েছেন। 

author-image
Aniket
New Update
nare

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওড়িশায় রেল দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা হতে চলেছে। তবে ঘটনার ফলে আতঙ্ক ও উত্তেজনা এখনও কমেনি। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে নিশানা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে জানতে ছেয়েছেন,  রেল দুর্ঘটনার পেছেনে কারা দায়ী?

 তিনি বলেছেন, " এই দুর্ঘটনায় রাজনৈতিক দল নির্বিশেষে আমি সকলকে এগিয়ে আসার এবং সাহায্য করার জন্য অনুরোধ করছি। আমি শোকাহত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে আমাদের মহান প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে। তাদের জবাব দিতে হবে কেনও এমন ঘটনা ঘটছে? এবং এর জন্য কারা দায়ী? কিন্তু আজ আমাদের দুর্দশাগ্রস্ত মানুষদের ত্রাণ দিতে হবে"।