রেল দুর্ঘটনায় লাইনচ্যুত ১৮টি বগি, এবার সামনে এলো ভয়ঙ্কর ভিডিও -

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২০ জন যাত্রী আহত হয়েছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GTtH4IabgAA4LPa

File Picture

নিজস্ব সংবাদদাতা: রেলের ওপর শনি যেন কিছুতেই কাটছে না। ফের একবার ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হল রেল বিভাগ। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেন নম্বর 12810 হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত। ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে বলেই জানা যাচ্ছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২০ জন যাত্রী আহত হয়েছেন। আর ২ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। আহত যাত্রীদের মধ্যে ৬ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর ৫ জন যাত্রীকেই ছেড়ে দেওয়া হয়েছে। আর এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। চক্রধরপুর স্টেশনে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

যা জানা যাচ্ছে, মুম্বই হাওড়া মেলের বি4 কোচই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। সেখানে এক যাত্রীর মৃত্যু হয়েছে। B4 কোচে আরও একজন যাত্রী আটকা পড়েছে বলে জানা গেছে এবং তাকে উদ্ধারের কাজ চলছে। তবে আশার কথা একটাই বহু যাত্রীকেই তাড়াতাড়িই উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে হতাহতের সংখ্যা খুব একটা বাড়বে না বলেই আশা করছে রেল কর্তৃপক্ষ।

Adddd