নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার সম্মুখীন হয়েছে করমণ্ডল এক্সপ্রেসে। দুর্ঘটনার দুই দিন পার করলেও এখনও চিন্তার কারণ হয়ে উঠছে মৃত্যু। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বালেশ্বরে পৌঁছেছেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অধীর রঞ্জন চৌধুরী এবং এআইসিসি-এর ইনচার্জ এ চেল্লা কুমারকে ওড়িশায় ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করার জন্য নিযুক্ত করেছেন। এবার বালেশ্বরে পৌঁছে রেল মন্ত্রকের কাছে প্রশ্ন রেখেছেন অধীর রঞ্জন চৌধুরী, "ঘটনার পর কেনও ব্যবস্থা নেওয়া হচ্ছে? আগে কেনও নেওয়া হয়নি?" প্রধান তুলেছেন তিনি। তিনি বলেছেন, "ঘটনার পর সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বলছি না যে চেষ্টা হচ্ছে না, কিন্তু ঘটনার পর এসব করা হচ্ছে। ঘটনার আগে যদি এই ধরনের প্রস্তুতি দেখানো হত, তাহলে এরকম কিছু ঘটত না"।