নিজস্ব সংবাদদাতা : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে বিজেপি সরকারের নারী সংরক্ষণ বিল। কিন্তু বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস সাংসদ তথা সোনিয়া পুত্র রাহুল গান্ধী। তার কথায়, "মহিলা সংরক্ষণ বিল দুর্দান্ত। তবে আমরা দুটি ফুটনোট পেয়েছি যে তার আগে আদমশুমারি এবং সীমাবদ্ধতা করা দরকার। এই দুটির জন্যই কয়েক বছর সময় লাগবে। সত্যিটা হল যে সংরক্ষণ আজই কার্যকর করা যেতে পারে। এটি কোনো জটিল বিষয় নয়। কিন্তু সরকার তা করতে চায় না। সরকার এটা দেশের সামনে উপস্থাপন করেছে কিন্তু এখন থেকে ১০ বছর পর তা বাস্তবায়ন করা হবে। কেউ জানে না এটি বাস্তবায়িত হবে কিনা। এটি একটি বিভ্রান্তিকর কৌশল, ডাইভারশন কৌশল। "