রাহুল-প্রিয়াঙ্কা বাধা প্রাপ্ত সম্বলে, সরকার চায় না বললো কংগ্রেস

১৬৩ ধারা বলবৎ আছে এই বলেই তাঁদের আটকে দেওয়া হয়। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul priyanka.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সম্বলে যেতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হাত শিবির। এদিন সকালেই রাহুল গান্ধী এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সম্বল যাওয়ার আগে আটকে দেয় পুলিশ। ১৬৩ ধারা বলবৎ আছে এই বলেই তাঁদের আটকে দেওয়া হয়। 

t

এদিন এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “দেশে একটি বড় ঘটনা ঘটেছে, ফলস্বরূপ, যার জন্য ৫ জন প্রাণ হারিয়েছে। এই দায় উত্তর প্রদেশ সরকারের। তারা দায়ী কারণ তারা জনপ্রতিনিধিদের জনগণের সাথে দেখা করতে এবং তাদের অভিযোগ শোনার জন্য যেতে দেয়নি। এই সরকার চায় না। নেতারা জনগণের সাথে যোগাযোগ করুক। একবিংশ শতাব্দীতে, শতাব্দীর পুরানো সমস্যাগুলি খনন করার পরিবর্তে, আমাদের কাছে বর্তমান অনেক সমস্যা রয়েছে। ফোকাস করতে হবে এই সকল সমস্যা গুলির দিকেই”।

sashi tharoor editted .jpg