কাশ্মীর সম্পর্কে ভুল ধারণা দিচ্ছেন রাহুল, সত্যি সামনে আনলেন শাহ

'কাশ্মীরের সাথে গুজরাট এবং রাজস্থানের কী সম্পর্ক?'

New Update
raypur

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, "কাশ্মীর আমাদের, কিন্তু কংগ্রেসের লোকেরা এবং মল্লিকার্জুন খাড়গে বলছেন যে কাশ্মীরের সাথে গুজরাট এবং রাজস্থানের কী সম্পর্ক। রাহুল গান্ধী বলেছেন যে ৩৭০ ধারা সরিয়ে দিলে কাশ্মীরের নদীতে রক্ত গঙ্গা বয়ে যাবে কিন্তু, পাঁচ বছরে একটা পাথরও ছোঁড়ার ঘটনা সামনে আসেনি। কিন্তু উরি ও পুলওয়ামা হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ত্রোপচারের মাধ্যমে সন্ত্রাসবাদের অবসান ঘটিয়েছেন। স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক দশ বছরে ভারতের অর্থনীতিকে ১১তম স্থান থেকে  ৫ম স্থানে নিয়ে এসেছে। এটাই ভারতের সাফল্য, বিজেপির সাফল্য”।

amit shahhs.jpg

KHARGE CONG.jpg

Add 1