নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া আসন্ন। তবে এবার লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য নিজের কেন্দ্র পরিবর্তন করেছেন রাহুল গান্ধী। আমেঠি নয় তার পরিবর্তে এবার ওয়েনাড আসনকে লড়াই করার জন্য বেছে নিয়েছেন রাহুল গান্ধী। আর এরপরেই বিরোধীরা রাহুল গান্ধীর দিকে প্রশ্নবাণ নিক্ষেপ করতে শুরু করেছেন। তাহলে কি বিশাল বিশাল ভাষণের পর মোদীর সেনার কাছে হারের ভয়েই আসন পরিবর্তন করেছেন রাহুল গান্ধী? প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা। আমরা সকলেই জানি উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠছে দিনকে দিন, তাই কি আমেঠি থেকে লড়তে চাইলেন না রাহুল গান্ধী? অপরদিকে কেরালায় বিজেপির জয়ের সম্ভবনা খুবই কম, তাই কি সাংসদ পদ বাঁচাতে ওয়ানাডকে বাছলেন তিনি? এই প্রশ্নই রাজনীতির অন্দরমহলে ঘুরপাক খাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/011712af-9c5.png)
আজও রাহুল গান্ধীকে এই বিষয় নিয়ে নিশানা করলেন এনডিএ গোষ্ঠীর নেতা। জেডিইউ নেতা নীরজ কুমার বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্য এনডিএ নেতারা ৪০০ টিরও বেশি আসন দাবি করছেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন ১৫০ টি আসনের কথা। তিনি কেনও আমেঠি থেকে রাজনৈতিকভাবে পলাতক, তার জবাব দেওয়া উচিত। যদি আপনার আত্মবিশ্বাসে বিশ্বাস থাকে, যদি আপনার রাজনৈতিক শক্তিতে বিশ্বাস থাকে, আপনার 'পদযাত্রায়' বিশ্বাস থাকে, তাহলে আজ আপনি কেরালায় যেতে বাধ্য হলেন কেনও?" উল্লেখ্য, এতসব কিছুর মধ্যেই ফলে প্রশ্ন উঠছে, রাহুল গান্ধীর আসন পরিবর্তনই কি তবে কাল হল? লোকসভা নির্বাচনের মধ্যে তার বিরুদ্ধে প্রচারের জন্য বিজেপি তথা তার বিরোধীদের হাতে নিজেই কি তুলে দিলেন অস্ত্র? অবশ্য রাহুল গান্ধীর সিদ্ধান্ত কতটা সঠিক তা তো জানা যাবে ৪ জুন। অপেক্ষার এখনও প্রায় দেড় মাস।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
BJP . .. . . .