ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর সাক্ষাৎ ঝাড়খণ্ডের বিধায়কদের
ভারত জোড়ো ন্যায় যাত্রা অগ্রসর হয়েছে ঝাড়খণ্ডে।
সেখানে বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাহুল গান্ধী। কয়লা খনির ১০০কেজি ওজনের মাল বোঝাই গাড়ি ধাক্কা দিতে সাহায্য করেছেন জননেতা।
নিজস্ব সংবাদদাতা : ভারত জোড়ো ন্যায় যাত্রায় এখন পা মেলাচ্ছেন ঝাড়খণ্ডের মানুষ। ঝাড়খণ্ডের বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী ঝাড়খণ্ডে পা রাখতেই সেখানে নামে মানুষের ঢল। তাকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। সেখানে গিয়ে তিনি কয়লার খনিতে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাদের সকল অভাব অভিযোগও শোনেন। এরপর রামগড়ের দিকে এগিয়ে যাবে এই ন্যায় যাত্রা।