রাহুল গান্ধীকে তিন বছরের সময় বেঁধে দিল আদালত

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁকে জামিন দেওয়ার সময়ে আদালত তাঁর ভ্রমণের উপর কোনও বিধিনিষেধ আরোপ করেনি।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
rahul gandhi.jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাসপোর্ট পেতে আর নেই কোনও বাধা। শুক্রবার দিল্লির আদালত রাহুলকে তিন বছরের জন্য পাসপোর্টের অনুমোদন দিয়েছে। সোনিয়া-পুত্রের সাধারণ পাসপোর্টের জন্য 'নো অবজেকশন সার্টিফকেট' দিয়ে দিল এবার আদালত। 

সাংসদপদ খারিজ হওয়ার পর রাহুল গান্ধী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফেরত দেন। এরপর সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে তাঁর আদালতের এনওসি লাগতো। শুক্রবার আদালতে রাহুল ১০ বছরের জন্য পাসপোর্টের আবেদন করেন। কিন্তু বিচারক ৩ বছরের জন্য এনওসি দেন। বিচারক জানান যে আংশিকভাবে তাঁর আবেদনে অনুমোদন দিলেন। তবে সেটা ১০ বছরের জন্য নয়, তিন বছরের জন্য।