নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাসপোর্ট পেতে আর নেই কোনও বাধা। শুক্রবার দিল্লির আদালত রাহুলকে তিন বছরের জন্য পাসপোর্টের অনুমোদন দিয়েছে। সোনিয়া-পুত্রের সাধারণ পাসপোর্টের জন্য 'নো অবজেকশন সার্টিফকেট' দিয়ে দিল এবার আদালত।
সাংসদপদ খারিজ হওয়ার পর রাহুল গান্ধী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফেরত দেন। এরপর সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে তাঁর আদালতের এনওসি লাগতো। শুক্রবার আদালতে রাহুল ১০ বছরের জন্য পাসপোর্টের আবেদন করেন। কিন্তু বিচারক ৩ বছরের জন্য এনওসি দেন। বিচারক জানান যে আংশিকভাবে তাঁর আবেদনে অনুমোদন দিলেন। তবে সেটা ১০ বছরের জন্য নয়, তিন বছরের জন্য।