নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা রামবীর সিং বিধুরি এবার রাহুল গান্ধীকে নিয়ে বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "রাহুল গান্ধী অর্ধেক সত্য এবং অর্ধেক মিথ্যা বলেছেন। কংগ্রেস নেতারা অরবিন্দ কেজরিওয়ালকে দেশবিরোধী ও দুর্নীতিগ্রস্ত নেতা বলেছেন। অরবিন্দ কেজরিওয়াল জানেন যে তিনি নয়াদিল্লি বিধানসভা আসন থেকে নির্বাচনে হারতে চলেছেন। তিনি পারভেশ ভার্মার বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ করছেন। আমি জিজ্ঞাসা করি কোথায় পারভেশ ভার্মা টাকা বিতরণ করছেন?"