মোদীর উপর আস্থা হল 'বিশ্বাসঘাতকতার গ্যারান্টি'! তুলোধোনা করল রাহুল

রেলের ব্যবস্থা নিয়ে এবার রাহুল গান্ধী আক্রমণ করলেন মোদী সরকার আর রেলকে। 'বিশ্বাসঘাতকতার গ্যারান্টি' বললেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
rahul gandhi and naremdra modi.jpg

নিজস্ব সংবাদদাতা: রেল নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে সুর তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। X হ্যান্ডেলে লেখেন, 'হাওয়াই চপ্পল' মানুষ বিমানে ভ্রমণের স্বপ্ন দেখেছিল, নরেন্দ্র মোদী তাদের কাছ থেকে 'গরিব কি সাওয়ারি' রেলপথও কেড়ে নিচ্ছেন। প্রতি বছর ভাড়া ১০% বৃদ্ধি, গতিশীল ভাড়ার নামে লুটপাট, ক্রমবর্ধমান ক্যান্সেলেশন চার্জ এবং দামি প্ল্যাটফর্ম টিকিটের মধ্যেও অভিজাত ট্রেনের ছবি দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে, যার উপর গরিবরা পা রাখতেও পারে না। সরকার গত ৩ বছরে প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় কেড়ে নিয়ে তাদের কাছ থেকে ৩৭০০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রচারের জন্য বাছাই করা ট্রেনের জন্য সাধারণ মানুষের ট্রেন যেখানে সেখানে দাঁড় করানো হয়। রেলের অগ্রাধিকার থেকে বাদ পড়েছেন দরিদ্র ও মধ্যবিত্ত যাত্রীরা। এসি কোচের সংখ্যা বাড়াতে সাধারণ কোচের সংখ্যা কমানো হচ্ছে, যেখানে শুধু শ্রমিক-কৃষকই নয়, শিক্ষার্থী ও চাকরিজীবীরাও যাতায়াত করেন। সাধারণ কোচের তুলনায় এসি কোচের উৎপাদনও তিন গুণ বাড়ানো হয়েছে। আসলে রেলওয়ে বাজেট আলাদাভাবে পেশ করার ঐতিহ্যের অবসান ঘটানো ছিল এই শোষণ লুকানোর ষড়যন্ত্র। শুধুমাত্র ধনীদের কথা মাথায় রেখে রেলের নীতি তৈরি করা ভারতের জনসংখ্যার ৮০% যে রেলের উপর নির্ভরশীল তাদের বিশ্বাসঘাতকতা করা। মোদীর উপর আস্থা হল 'বিশ্বাসঘাতকতার গ্যারান্টি'।

Add 1

স

Addd 3

cityaddnew