কংগ্রেস পড়ে যাবে! গড়বড় করে 'সরি' বললেন রাহুল গান্ধী

নিজে যে দলের সাংসদ সেই দল নাকি ক্ষমতাচ্যুত হবে, এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পরে অবশ্য বুঝতে পারলেন নিজের ভুল। কী বলেছেন আজ তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
sza

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে কথাবার্তা চলছিল। আগামী বছর ফাইনালের অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালের অর্থাৎ ২০২৩ সালের পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের 'রেজাল্ট' কী হবে, তা নিয়ে নিজের মতপ্রকাশ করেন রাহুল গান্ধী। তারই মধ্যে মুখ ফসকে বলে ফেলেন যে রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা হারাবে কংগ্রেস সরকার। তুমুল হাসির রোল ওঠে চারিদিকে। মুখ ফসকে তিনি কী বলে ফেলেছেন, তা বুঝতে পেরে হাসির ছলে বিষয়টা লঘু করার চেষ্টা করেন এই কংগ্রেস নেতা। তবে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। রাহুলকে কটাক্ষ করছেন কেউ কেউ।

জাতিভিত্তিক গণনা নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে আজ সাংবাদিক বৈঠক করলেন রাহুল। পাঁচ রাজ্য মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলাঙ্গানার বিধানসভা ভোট নিয়ে প্রশ্ন ওঠে। কারণ আজই ওই পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৭ নভেম্বর ভোট হবে মিজোরামে। কংগ্রেস-শাসিত ছত্তিশগড়ে ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর দু'দফায় ভোট হবে। মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর ভোট হবে। রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। ৩০ নভেম্বর তেলাঙ্গানায় ভোট হবে। রাহুল বলেন যে বিজেপির ১০টি রাজ্য আছে। ওদের ওবিসি মুখ্যমন্ত্রীর সংখ্যা এক। মধ্যপ্রদেশে ওদের সরকার ক্ষমতাচ্যুত হবে। রাজস্থানেও ক্ষমতা থেকে পড়ে যাবে সরকার। ছত্তিশগড়েও সরকার ক্ষমতাচ্যুত হবে। তেলাঙ্গানায় সরকার ক্ষমতাচ্যুত হবে।

রাহুল বুঝতে পারেন যে কিছু ভুল করে ফেলেছেন। হেসে ফেলে বলেন সরি। ছত্তিশগড়ে কংগ্রেস সরকার আছে। ফের ক্ষমতায় ফিরবে। সাংবাদিকই নাকি তাঁকে গুলিয়ে দিয়েছেন। রাজস্থানে কংগ্রেস সরকার ফের ক্ষমতায় ফিরতে চলেছে। ছত্তিশগড়ে কংগ্রেস সরকার ফের ক্ষমতায় ফিরতে চলেছে। মধ্যপ্রদেশে ক্ষমতাচ্যুত হবে। তেলাঙ্গানায় ওদের সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে, কংগ্রেস ক্ষমতায় আসছে। তিনি দাবি করেন যে এবার নির্বাচনে ওই পাঁচটি রাজ্যেই অর্থাৎ মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলাঙ্গানায় জিতবে কংগ্রেস। ওই পাঁচটি রাজ্যসহ পুরো দেশেই বিজেপি-বিরোধী মনোভাব তৈরি হয়েছে এবং কংগ্রেসের পক্ষে আছে জনমত, দাবি রাহুলের। জাতিগত আদমশুমারি নিয়ে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড় এবং হিমাচল প্রদেশে জাতিগত আদমশুমারি করবে কংগ্রেস। এ ছাড়া যেসব রাজ্যে কংগ্রেস সরকার আসবে, সেখানেও কংগ্রেস এ ধরনের সিদ্ধান্ত নেবে। 

hire