নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারে লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, "সংবিধানে লেখা আছে যে দেশের নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান দেওয়া সরকারের কাজ। এতে যা লেখা আছে আমরা তাই করি। এতে লেখা আছে, সম্পদ বণ্টন করা হবে। প্রথম লাইনে লেখা আছে। এই দেশটা প্রত্যেক নাগরিকের, এই দেশটা শুধু আদানি, আম্বানির নয়।
অন্যদিকে, বিজেপি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বার বার কংগ্রেসকে আক্রমণ করছে। কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, হিংসা ছড়াচ্ছে, দেশকে ভাগ করার চেষ্টা করছে বলে বার বার বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে।