নিজস্ব সংবাদদাতা: এবার রাহুল গান্ধীকে নিয়ে বড় মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
তিনি দাবি করেছেন, রাহুল গান্ধী ভারতের বাইরে বিদেশে গিয়ে ভারতকে গালিগালাজ করে চীনের প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, "দেশের মানুষ 'যুবরাজ' রাহুল গান্ধীর নেতৃত্বে তৃতীয়বারের মতো কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। ভারত যে প্রতিরক্ষা আমদানি করত, 'মেক ইন ইন্ডিয়া' আকারে এখন তা রপ্তানি করছে। যে ভারত দেশে ১৯ লক্ষ কোটি টাকা আমদানি করত আজ তা ৮০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। তিনি ভারতের প্রশংসা না করে বিদেশে গিয়ে ভারতকে গালি দিচ্ছেন এবং চীনের প্রশংসা করছেন, শত্রু দেশের প্রশংসা করছেন। দেখে মনে হচ্ছে তিনি চীনের অর্থে সমৃদ্ধ হচ্ছেন, এবং তারা বিদেশে গিয়ে চীনের ব্র্যান্ডিং করছে। যদি প্রধানমন্ত্রী মোদি সংবিধান রক্ষা না করেন, তাহলে এমন লোকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত যারা ভারতের বাইরে গিয়ে ভারতের সমালোচনা করে"। গিরিরাজ সিং-এর এই মন্তব্যকে কেন্দ্র করে চরম শোরগোল শুরু হয়েছে।
. . . . . .