কংগ্রেসের OBC কার্ড, বড় ঘোষণা রাহুল গান্ধীর, চমকে গেল দেশ

রাহুল গান্ধীর একটি ঘোষণা শুনে চমকে গেল সবাই।

author-image
SWETA MITRA
New Update
rahuu  modi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। এদিকে এই নির্ঘণ্ট প্রকাশিত হতেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বসম্মত সিদ্ধান্তে দেশে জাতিগত আদমশুমারির ধারণাকে সমর্থন করেছে। এটি একটি প্রগতিশীল পদক্ষেপ। আমাদের ছত্তিশগড়, কর্ণাটক, হিমাচল প্রদেশ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীরা এই বিষয়টি বিবেচনা করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন।‘

 

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী জাতিগত আদমশুমারি করতে অক্ষম। আমাদের ৪ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ৩ জনও ওবিসি ক্যাটাগরির। বিজেপির ১০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে মাত্র একজন ওবিসি শ্রেণীর। বিজেপির কতজন মুখ্যমন্ত্রী ওবিসি ক্যাটাগরির? প্রধানমন্ত্রী ওবিসিদের জন্য কাজ করেন না, বরং মূল বিষয়গুলি থেকে তাদের বিভ্রান্ত করার জন্য কাজ করেন।‘  

 

কংগ্রেস তাদের শাসিত সমস্ত রাজ্যে জাতিগত আদমশুমারি করার ঘোষণা করে দিয়েছে। বিহারে মহাজোট সরকার কর্তৃক পরিচালিত জাতিগত জরিপের পরে বিরোধীরা সারা দেশে এটি নিয়ে একটি পরিবেশ তৈরি করছে। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এই ঘোষণা করেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, 'গোটা দেশ আজ জাতিগত আদমশুমারি চায়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পাশে বসে রাহুল গান্ধী বলেন, আমরা যে সব রাজ্যে শাসন করব সেখানে জাতিগত আদমশুমারি করব।'  

রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, 'আমরা কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড় এবং হিমাচল প্রদেশে জাতিগত আদমশুমারি করব। এ ছাড়া যেসব রাজ্যে আমাদের সরকার আসবে, সেখানেও আমরা এ ধরনের সিদ্ধান্ত নেব।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু সমাজকে বিভক্ত করার অভিযোগ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমাদের লক্ষ্য সমাজের এক্স-রে হওয়া। যদি কেউ আহত হয়, আমরা সম্পূর্ণ তথ্যের জন্য এক্স-রে করাই। তিনি বলেন, 'আমি বিস্মিত যে প্রধানমন্ত্রী কেন এক্স-রে করতে ভয় পান। কেন তিনি এ থেকে মানুষের মনোযোগ সরাতে চান?