পালিয়ে এসে লাভ হল না, রায়বরেলিতে বড় হারের মুখে রাহুল গান্ধী

EXIT POLLS এর আগে, কংগ্রেস অভিযোগ করেছে যে রায়বরেলিতে পোলিং অফিসাররা কংগ্রেসের বুথ এজেন্টদের 'ফর্ম 17C' দিতে অস্বীকার করছে । অন্যদিকে, বিজেপি দাবি করেছে যে রাহুল গান্ধী রায়বরেলিতে ব্যাপক হারের মুখে পড়তে চলেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
rahulgh2.jpg

নিজস্ব সংবাদদাতা: EXIT POLLS এর আগে, কংগ্রেস অভিযোগ করেছে যে রায়বরেলিতে পোলিং অফিসাররা কংগ্রেসের বুথ এজেন্টদের 'ফর্ম 17C' দিতে অস্বীকার করছে । অন্যদিকে,  বিজেপি দাবি করেছে যে রাহুল গান্ধী রায়বরেলিতে ব্যাপক হারের মুখে পড়তে চলেছেন। আজ বুথ পরিদর্শনের সময়, রাহুল গান্ধীকে বেশ কয়েক জায়গায় জয় শ্রী রাম স্লোগান দিয়ে স্বাগত জানানো হয়।

rahul gandhiww1.jpg

 

 tamacha4.jpeg