নিজস্ব সংবাদদাতা: লোকসভা এলওপি এবং সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তৃতা প্রসঙ্গে, বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল তাকে নিশানা করে কড়া মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, "রাহুল গান্ধী একজন বুদ্ধিহীন নেতা। সে কি বলছে তাও পাত্তা দেয় না। তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া একটি ব্যর্থতা। রাহুল গান্ধীর বাধ্যতা হল তিনি সারা দেশে তার রাজনৈতিক মাঠ হারাচ্ছেন। তাকে কোনো না কোনোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই তিনি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেন।"