রাহুল গান্ধীর সঙ্গে ছোট্ট মেয়ে, হাত বুলিয়ে আদর! ফাঁসবেন না তো?

রাহুল গান্ধী কি এবার ফেঁসে যাবেন?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
rahulbaby

নিজস্ব সংবাদদাতা: নিজের সংসদীয় ক্ষেত্র ওয়েনাডে রোডশো করলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। তবে সেখানেই এক বিরল চিত্র দেখা গেল।

rahul gandhiir1.jpg

হুড খোলা গাড়িতে করে প্রচারের সময়ে রাহুল গান্ধীর সঙ্গে একটি বাচ্চা মেয়েকে দেখা যায়। রাহুল মেয়েটির মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। তারপর যদিও নামিয়ে দেওয়া হয় মেয়েটিকে গাড়ি থেকে। তবে এই নিয়ে আবার নতুন বিপদ হবে না তো? কারণ ইতিমধ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে। শিশুকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে আগেই নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন।

election commission12.jpg

 

Add 1