নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীকে নিয়ে এবার শোরগোল ফেলে দেওয়া মন্তব্য করলেন দেশের নেতা নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, "রাহুল গান্ধীকে আমেঠি থেকে পালাতে হয়েছে। এখন ধরে নিন যে তিনি ওয়েনাড থেকেও পালিয়ে যাবেন"।
নন্দেদে সমাবেশ থেকে প্রধানমন্ত্রী মোদী এই বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্যে শোরগোল শুরু হয়েছে।
narendra modi | Lok Sabha elections | Lok Sabha elections 2024 | rahul gandhi