নিজস্ব সংবাদদাতা: লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণ সম্পর্কে জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ঠিকই বলেছেন, কল্যাণের টাকা সরাসরি জনগণের অ্যাকাউন্টে যায়, ভারতে ৫০% ডিজিটাল লেনদেন হয়। এটি একটি বিপ্লবী কর্মসূচি। কেন্দ্রীয় সরকার ঘরে ঘরে পানীয় জল সরবরাহের মতো আরও বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে।যখন বর্ণগত আদমশুমারির কথা আসে, রাহুল গান্ধী এটিকে ভুয়া অভিযোগ করেন।"