নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধী তার ভারত জোড় ন্যায় যাত্রার সময় দেওঘর এবং গোড্ডা লোকসভা কেন্দ্রে পা রাখেননি। আর তা নিয়ে নতুন করে সরগরম রাজনীতি। বিজেপির নিশানায় পড়েছেন কংগ্রেস নেতা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গতকালই এবিষয়ে বলেছিলেন, ‘রাহুল গান্ধী নাকি তাঁকে খুব ভালোবাসেন, তাই তিনি গোড্ডা লোকসভা কেন্দ্র এড়িয়ে গেছেন। কিংবা এও হতে পারে, কংগ্রেস দলের কর্মীরা 'পূজা-পাঠ'-এর জন্য চাপ তৈরি করেছিল তাঁর নেতার ওপরে। তাই হইতো সেই চাপ এড়াতে দেওঘর-গোড্ডা এলাকায় পা রাখেননি তিনি’। এমন ভাবেই রাহুল গান্ধীকে কটাক্ষ করেছিলেন নিশিকান্ত দুবে। আর এবার বিজেপি সাংসদের মন্তব্যের পালটা জবাব দিল কংগ্রেস।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে নিয়ে ঝাড়খণ্ড কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এদিন বলেন, “কেউ তাকে সিরিয়াসলি নেয় না। সে এই ধরনের কথা বলে থাকে কিন্তু সে কি জানে রাহুল গান্ধী কোথায় যাচ্ছেন? তিনি ভয় পাচ্ছেন তাই তিনি এই ধরনের মন্তব্য করেছেন। তিনি ভয় পাচ্ছেন। যে রাহুল গান্ধী যদি ওই এলাকায় আসেন তাহলে তিনি কোথায় যাবেন। তিনি একাই এ ধরনের মন্তব্য করেননি, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও এ ধরনের কথা বলেছেন। তবে রাহুল গান্ধী এই সবে কান দেননা। উনি ওনার লক্ষ্যে ব্রতী”।