নিজস্ব সংবাদদাতা: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিতর্কিত মন্তব্য করেন। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ হিবি ইডেন বলেছেন, "তাঁর সমগ্র জীবনে রাহুল গান্ধী কখনই অসংসদীয় কিছু বলেননি। ১৮ তম লোকসভায় রাহুল গান্ধী যখন রাষ্ট্রপতির ভাষণ এবং বাজেট নিয়ে কথা বলেছিলেন, তখন তাঁকে ক্রমাগত মন্ত্রীরা বিরক্ত করছিলেন। এলওপি দেশের ছায়া প্রধানমন্ত্রী এবং সংসদে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর অধিকার কোনো ট্রেজারি বেঞ্চ বা কোনো সরকার বন্ধ করতে পারে না। এমনকি যদি তিনি অসংসদীয় কিছু বলেন, তিনি এতটাই গণতান্ত্রিক যে তিনি অবিলম্বে স্পিকারের কাছে ক্ষমা চাইতেন।"