হিন্ডেনবার্গের সাথে রাহুল গান্ধীর সুসম্পর্ক, তথ্য প্রমাণ বিজেপি নেতার

'সমগ্র বাস্তুতন্ত্র সমাজের বিরোধিতা করার জন্যই এটি তৈরি করেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
MP Rahul GH1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিন্ডেনবার্গ রিপোর্ট সম্পর্কে, বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা এদিন বলেন, “হিন্ডেনবার্গ রিপোর্টটি একটি সুপরিকল্পিত অধ্যায়। যা হিট কাজের মতো বলে মনে হচ্ছে। মনে হচ্ছে একজন ব্যক্তি, একটি দল, রাহুল গান্ধী এবং তার সমগ্র বাস্তুতন্ত্র সমাজের বিরোধিতা করার জন্যই এটি তৈরি করেছে। কোন সমস্যা নেই সমগ্র অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত ও অস্থিতিশীল করার বিষয়ে। আমরা বারবার দেখি যে একটি বিদেশী রিপোর্ট সাধারণত মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়। এই বিদেশী রিপোর্টগুলির সাথে রাহুল গান্ধীর সম্পর্ক কী সেটাই বড় প্রশ্ন। তাদের নির্মাতারা মনে হচ্ছে রাহুল গান্ধীর সাথে সুসম্পর্ক রাখেন। আর এই রিপোর্টের মাধ্যমে রাহুল গান্ধীর এজেন্ডা শুধুমাত্র আতঙ্ক ও অস্থিতিশীলতা তৈরি করা; যাতে ভারতে বাংলাদেশের মতোনই পরিস্থিতি তৈরি করা যায়”।

shehzadpoon1.jpg
File Picture
rahul gandhikll1.jpg
File Picture

India Post Advertisement Rakhi_300x250

Adddd